একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া নিয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে
চলতি শিক্ষাবর্ষে কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, সে বিষয়ে আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, আজ বিকেলে ‘একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা–২০২৫’ চূড়ান্ত করতে বৈঠকে বসছে মন্ত্রণালয়। বৈঠকে খসড়া নীতিমালার অনুমোদন মিললে আবেদন শুরুর তারিখও নির্ধারিত হবে বলে ধারণা করা হচ্ছে।
চলতি শিক্ষাবর্ষে কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, সে বিষয়ে আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, আজ বিকেলে ‘একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা–২০২৫’ চূড়ান্ত করতে বৈঠকে বসছে মন্ত্রণালয়। বৈঠকে খসড়া নীতিমালার অনুমোদন মিললে আবেদন শুরুর তারিখও নির্ধারিত হবে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. রিজাউল হক জানান, “আমরা ইতোমধ্যে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছি। খুব শিগগিরই তারা আমাদের সিদ্ধান্ত জানাবে। আশা করছি, আজ বিকেলেই জানতে পারব কবে থেকে আবেদন শুরু হবে। অনুমোদন পাওয়া মাত্রই সার্কুলার ওয়েবসাইটে প্রকাশ করা হবে।”
খসড়া নীতিমালায় উল্লেখ করা হয়েছে, এবারও তিন ধাপে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। তবে আবেদন ফি বাড়তে পারে। গত বছর যেখানে ফি ছিল ১৫০ টাকা, এবারে তা বাড়িয়ে ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে খসড়ায়—যার মানে হলো ৭০ টাকা বৃদ্ধি। তবে চূড়ান্ত অনুমোদনের সময় ফি বাড়ানোর বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এবারও ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহায়তায় কেন্দ্রীয়ভাবে এই অনলাইন ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
